28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

ছয় ঘণ্টার দীর্ঘ আলোচনা। গতকাল শনিবার মিরপুরে বিকেল ৩টায় শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা চলে রাত ৯টা পর্যন্ত। যদিও সভাপতি আমিনুল ইসলামসহ কয়েকজন পরিচালক অনলাইনে যুক্ত ছিলেন। এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

যেখানে নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি আইএমজিকে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে বাদ পড়েছে ঢাকা মেট্রোপলিস, এই জায়গায় অংশ নেবে ময়মনসিংহ বিভাগ।

শুরুতে ঋতুপর্ণার প্রসঙ্গে টেনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘নারী দলের ফুটবলার ঋতুপর্ণার গ্রামে যে বাড়ি আছে, সেটা আমরা নতুন করে তৈরি করে দেব। গতকাল শনিরার সেটার অনুমোদন হয়ে গেছে।’

বোর্ড সূত্রে জানা গেছে, এরই  মধ্যে ঋতুপর্ণার রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস চূড়ান্ত করেছে বিসিবি। সব মিলিয়ে এই বাড়ি তৈরিতে ১৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেট বোর্ড। গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

মেয়েদের এমন সাফল্যের যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। এ জন্যই তাঁকে বাড়িটি উপহার দিচ্ছে বিসিবি।

এদিকে স্বচ্ছভাবে বিপিএল আয়োজনে যে স্পোর্টস ম্যানেজমেন্ট কম্পানি খুঁজছিল বিসিবি, তার একটা সুরাহা হয়েছে। গতকাল আলোচনা ছিল মূলত অ্যাপেক্স স্পোর্টস ও আইএমজির মধ্যে কাকে রাখা যায়, সেটা নিয়ে। জানা গেছে, আইএমজিকেই যোগ্য মনে করছেন বিসিবি পরিচালকরা।

এই প্রতিষ্ঠানই বিপিএলের এক মৌসুমের কাজের জন্য সবচেয়ে কম টাকা চেয়েছে। তবু দর-কষাকষি করে আরেকটু কমানোর চেষ্টায় আছে ক্রিকেট বোর্ড। প্রয়োজনে লভ্যাংশ থেকে ভাগ দিতে রাজিও আছে বিসিবি।

আলোচনা হয়েছে এনসিএলে ময়মনসিংহ বিভাগকে যুক্ত করার বিষয়ে। জাতীয় লিগের চার দিনের সংস্করণ থেকে অংশ নেবে তারা। এ প্রসঙ্গে ইফতেখার বললেন, ‘যেসব জায়গায় অন্য বিভাগ খেলে, অন্য বিভাগের মতো তারাও অংশগ্রহণ করবে। কিন্তু সম্প্রতি যেহেতু এনসিএল টি-টোয়েন্টির সূচি হয়ে গেছে, এ জন্য আমরা ময়মনসিংহকে নিতে পারিনি। পরবর্তী এনসিএল চার দিনের ম্যাচে তারা ময়মনসিংহ বিভাগ হিসেবে খেলবে।’

গতকাল কিউরেটর টনি হেমিং, পাওয়ার হিটিং কোচ জুলিয়ন উড এবং আইসিসির সাবেক দুর্নীতিবিরোধী কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। পাশাপাশি গতকালের সভায় নাজমুল হাসানের বোর্ডের অনুমোদন দেওয়া আঞ্চলিক ক্রিকেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

News Desk

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

brs@admin

শক্তি দিয়ে মাটি দখল করা যায় কিন্তু মানুষকে বশ করা যায় না: ড. মাসুদ

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

News Desk

আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এনডিএম’র

brs@admin
Translate »