28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদ

শ্রীলংকাকে ৫-০ গোলে হারালো বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ (রােববার) বসুন্ধরার কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন পূজা দাস। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ২১ জুলাই শেষ ম্যাচে নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-০ গোলে পরাজিত করেছিল আফঈদা বাহিনী।

প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে। তৃষ্ণা রানীর শট রুখে দেন শ্রীলংকান গোলরক্ষক তারুশিখা। ফিরতি বল দুর্দান্ত শটে জালে জড়ান কানন রানী বাহাদুর।

৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন পূজা দাস।

বিরতির পর একের পর এক আক্রমনেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে দুরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল পান পূজা। ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করে তৃষ্ণা। যোগ হওয়া সময়ে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে বাংলাদেশকে পঞ্চম গোল উপহার দেন।
বিআরএসটি/এসএস

Related posts

যেসব স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

News Desk

‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা মারা গেছেন

brs@admin

নিজের বিরুদ্ধে রিট দায়েরকারীকে ফরহাদের শুভেচ্ছা

News Desk

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কমবে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা

News Desk

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

brs@admin
Translate »