রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের।
আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে দলটি।
৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে কর্মী সমাবেশ করলেও ঢাকায় এখনো কোনো বড় সমাবেশ করেনি দলটি।
গত সপ্তাহে মানবতারবিরোধী অপরাধের অভিযোগ থেকে খালাস পান দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এটিএম আজহারকে শাহবাগে সংবর্ধনার দেয় দলটি।
সে দিন দলের আমীর আরও বড় পরিসরে তাকে কথা বলার সুযোগ করে দেওয়ার কথা বলেছিলেন। এর কয়েকদিন পরেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিলো দলটি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চাওয়া জামায়াতের ইসলামী ইতিমধ্যে ২৮৯ আসনে নিজেদের প্রার্থী ঠিক করে ফেলেছে। যদিও এটিকে প্রাথমিক লিস্ট বলছে দলের হাইকমান্ড।
বিআরএসটি/এসএস