28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
লাইফস্টাইল

ফুড পয়জনিং নিরাময়ের ঘরোয়া ৬ উপায়

বিআরএস টাইমস: ফুড পয়জনিং একটি সধারণ ও দৈনন্দিন সমস্যা। ফুড পয়জনিং হলে সাধারণত বমি, পাতলা পায়খানা, জ্বর ও পেটব্যথা দেখা দেয়। অস্বাস্থ্যকর বা জীবাণুযুক্ত খাবার খেলে এ সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন না হয়েও ঘরোয়া উপায়ে সুস্থ হওয়া সম্ভব। তবে, অতিরিক্ত পানিশূন্যতা হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

ফুড পয়জনিংয়ের সাধারণ লক্ষণ:

    বমিভাব বা বমি, পেটে ব্যথা বা ক্র্যাম্প, পাতলা পায়খানা, জ্বর

ঘরোয়া প্রতিকার:

    খাবার থেকে বিরতি নিন – প্রথম কয়েক ঘণ্টা খাবার না খেয়ে পাকস্থলিকে বিশ্রাম দিন।

    পানি ও ইলেক্ট্রোলাইট ড্রিংক পান করুন – প্রচুর পানি, ওরস্যালাইন ও ডাবের পানি পান করুন।

    সহজপাচ্য খাবার খান – পেট স্বাভাবিক হলে ভাত, টোস্ট ও কলা খাওয়া যেতে পারে।

    মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন – চর্বিযুক্ত খাবার, দুধ, ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করুন।

    পর্যাপ্ত বিশ্রাম নিন – শরীরের সুস্থতার জন্য কায়িক পরিশ্রম এড়িয়ে চলুন।

    ওটিসি ওষুধ না খাওয়ার পরামর্শ – পাতলা পায়খানা দ্রুত বন্ধ করতে ওষুধ না খেয়ে শরীরকে জীবাণু বের করে দিতে দিন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

    অতিরিক্ত পানিশূন্যতার লক্ষণ যেমন মুখ শুকিয়ে যাওয়া ও তীব্র পিপাসা দেখা দিলে

    প্রস্রাব কমে যাওয়া বা গাঢ় রঙের প্রস্রাব হলে

    হৃদস্পন্দন দ্রুত হলে বা রক্তচাপ কমে গেলে

    মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করলে

    বমি বা মলের সঙ্গে রক্ত আসলে

    তিন দিনের বেশি পাতলা পায়খানা চললে

প্রাথমিক সতর্কতা অনুসরণ করলে সাধারণ ফুড পয়জনিং দ্রুত সেরে যায়, তবে উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিআরএসটি/এনএ

Related posts

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে-সরকার” মির্জা ফখরুল

brs@admin

ইফতারের কতক্ষণ পর রাতের খাবার খাবেন

brs@admin

জনপ্রিয় সংস্থা বাজাজ আনলো এবার সিএনজি স্কুটার

brs@admin

খেজুরের বিচির ১০ উপকারিতা

brs@admin

ঈদ রেসিপি: টার্কিশ কুনাফা তৈরি করুন

brs@admin

চিনির পরিবর্তে আদা চা কেন খাবেন?

brs@admin
Translate »