রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

আরিফিন শুভকে বিয়ে, যা বললেন মন্দিরা!

‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দর্শকদের নজর কাড়েন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই তিনি জানিয়েছিলেন, চিত্রনায়ক আরিফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা। ভাগ্য যেন সহায় ছিল—পরবর্তী সিনেমা ‘নীলচক্র’-তে সেই প্রিয় তারকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেন মন্দিরা।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া থ্রিলারধর্মী এই সিনেমায় শুভ-মন্দিরার রসায়ন দর্শকদের মন কেড়েছে। প্রোমো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে এই জুটির খুনশুটি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এমনকি দর্শকদের অনেকেই মন্তব্য করছেন, বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে চান।

প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে—“আপনারা বিয়ে করে ফেলুন!” আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন।

এমন মন্তব্য কানে পৌঁছেছে মন্দিরারও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ, কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে—“আপনারা বিয়ে করে ফেলুন!” আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন।’

তবে বাস্তবে শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন মন্দিরা। তিনি বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। তবে বাস্তব জীবনে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, ‘নীলচক্র’ একটি গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। এতে একদিকে যেমন রহস্যময় খুনের তদন্ত রয়েছে, তেমনি ফুটে উঠেছে তরুণ প্রজন্মের সামাজিক সংকট, ডিজিটাল অপরাধ, টিকটক আসক্তি, নারী পাচার এবং আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে’: মাইকেল কুগেলম্যান

News Desk

বারাক ওবামা প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিচার দাবি তুলসী গ্যাবার্ডের

News Desk

ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর ডেমরায় জব্দ

News Desk

জ্ঞান ফিরেছে নুরের

News Desk

নুরের ওপর নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাকি

News Desk

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

brs@admin
Translate »