28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

পাচার অর্থ ফেরত আসার হার একশতে এক টাকা : জাহিদ হোসেন

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরানোর সুযোগ নিয়ে তেমন কোনো আশা জাগানো তথ্য দিতে পারছেন না অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘এটা ফেরত আনা খুবই কঠিন।’ আপনি আন্তজার্তিক অভিজ্ঞতা যদি দেখেন, আন্তর্জাতিক ধারণা হচ্ছে, প্রতিবছর পাচার হওয়া অর্থের প্রবাহ প্রায় এক ট্রিলিয়ন ডলারের মতো, বিভিন্ন দেশ থেকে চলে যায় বা ভেতরে চলে আসে।

একটি আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পুনরুদ্ধারের হারটা হচ্ছে, আপনার একশ টাকা যেখানে অবৈধভাবে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরত আসার পরিমাণ হচ্ছে এক টাকা।’ এমন বাস্তবতায় অর্থ পাচার ঠেকানোর ওপরই মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘রেমিটেন্সের তথ্য দেখে বোঝা যায় যে সেখানে একটা বড় ধরনের ভাটা পড়েছে। এই যে অর্থপাচারে সেটা ভাটা পড়েছে আমার মনে হয়। বড় কারণ হল, যারা অর্থপাচার করতো তারা নিজেরাই পাচার হয়ে গেছে। এবং ওই শূন্যতা এখনো পূরণ হয় নাই।’

এই শূন্যতার সুযোগে ‘নতুন খেলোয়াড় এসে যেন পুরনো খেলা’ খেলতে না পারে, তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ।

বিআরএসটি / এসএস

Related posts

কংসের মতো হাসিনা দেশ ধ্বংস করে পালিয়ে গেছে: টুকু

News Desk

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ তৈয়্যব

brs@admin

দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

News Desk

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ফিলিস্তিন রাষ্ট্রদূতের

News Desk

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং

brs@admin

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

News Desk
Translate »