রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত সাজে রেড কার্পেটে হাজির অভিনেত্রী

রেড কার্পেটে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর কান চলচ্চিত্র উৎসবেও এটি ভিন্নমাত্রা যোগ করে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে।

রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

গোল্ডেন রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে।

পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।

কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’

তার কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন।

আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

যাত্রীবাহী বাসে আগুনে, চট্টগ্রামে আটক ২

News Desk

পুতিন একটা ‘পাগল’ বললেন ট্রাম্প

brs@admin

স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবার সেবনের ছবি ভাইরাল

News Desk
Translate »