26.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

প্রতিরক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত: আবদুল্লাহি

ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি ঘোষণা করেছেন, দেশের প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় পুরোপুরি প্রস্তত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি তার এক্স অ্যাকাউন্টে এ ঘোষণা দেন।  খবর বার্তা সংস্থা মেহের’র।

এক্স পোস্টে আব্দুল্লাহি লেখেন, ১২ দিনের আরোপিত যুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধই ছিল এমন একটি শক্তি, যা ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রকে তাদের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী সর্বদা দেশ, জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় পুরোপুরি প্রস্তুত। আজ তারা আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং আরও উচ্চতর অর্জন ও সক্ষমতা নিয়ে সজ্জিত।

তিনি আরও বলেন, শত্রু  (ইসরাইল) বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধ চালাচ্ছে, যদিও তারা নিজ দেশের অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু সমস্যার মুখোমুখি।

চলতি বছরের ১২ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইল। এতে বহু শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর  নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে একটি শক্তিশালী এবং নজিরবিহীন প্রতিশোধমূলক অভিযান চালায়। এই অভিযানে প্রথমবারের মতো বহু দেশীয়ভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত হানে।

এরপর গত ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে রুল

News Desk

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

brs@admin

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

News Desk

ঢাবি ভর্তিতে জুলাই শহীদ-আহত পরিবারের সদস্যরা পাবেন বিশেষ সুবিধা

brs@admin

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk

আওয়ামী লীগ ও দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin
Translate »