রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে মৃত ১৫

মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবার রাত ১২টার কিছু পরেই ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের ভবনটির একাংশ ভেঙে পড়ে পাশের খালি চাউলঘরের ওপর। ওই সময় চতুর্থ তলায় এক বছরের এক শিশুর জন্মদিন উপলক্ষে পার্টি চলছিল। শিশুটিও শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।

পালঘর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল কর্মী ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবারও টানা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। প্রশাসনের আশঙ্কা, ভেতরে এখনও কেউ চাপা পড়ে থাকতে পারে।

জেলা প্রধান ডা. ইন্দু রানি জাখার জানান, উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের আহাজারি ও ক্ষুব্ধ মানুষের চিৎকারে ঘটনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ক্ষুব্ধ মানুষজন ভবন নির্মাতার দায়িত্বহীনতার অভিযোগ তোলেন। ইতোমধ্যে পুলিশ ওই নির্মাতাকে গ্রেফতার করেছে।

অভিযোগ উঠেছে, অনুমোদনবিহীনভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সরকারী সংস্থা ভাসাই-বিরার পৌরনিগম এ ব্যাপারে মামলা করেছে।

হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনের গুণগত মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। একই এলাকায় আরও কিছু পুরনো চাউলঘরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে সেগুলো খালি করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে ভারতজুড়ে বহুতল ভবন নির্মাণের নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে সমালোচনা নতুন করে জোরালো হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, বেড়েছে তেলের দাম

brs@admin

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

brs@admin

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

News Desk

যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

News Desk

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

News Desk

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না : শফিকুল আলম

brs@admin
Translate »