শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

দুই বছরের মধ‍্যে এইডসের টিকা তৈরি করতে চায় রাশিয়া

মানবদেহে এইচআইভি (HIV) ভাইরাসজনিত রোগ এইডসের প্রতিরোধে ভ্যাকসিন আগামী দুই বছরের মধ্যে প্রস্তুত করতে চায় রাশিয়া। দেশটির রাজধানী মস্কোর গামালেয়া সেন্টারের শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা রিয়া নোভোস্তি এ খবর দিয়েছে।

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগটির টিকা তৈরি করতে পারলে এটিই হবে বিশ্বে এইডসের প্রথম টিকা।

বহুল প্রত্যাশিত এইচআইভি ভ্যাকসিনটি তৈরি হচ্ছে এমআরএনএ (mRNA) প্রযুক্তিভিত্তিকভাবে। ইনস্টিটিউটটির এপিডেমিওলজি বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, প্রচলিত ভ্যাকসিনের তুলনায় এমআরএনএ ভ্যাকসিন শরীরে জেনেটিক নির্দেশনা সরবরাহ করে। যা কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায় এবং প্রতিরোধ প্রতিক্রিয়া সক্রিয় করে। এর ফলে শরীর ভাইরাসটিকে চিনতে পারে এবং সংক্রমিত হলে তার বিরুদ্ধে লড়তে সক্ষম হয়।

দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসার জোর সম্ভাবনা আছে এই টিকার।

বুধবার গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান গুশচিন বলেছেন, আমরা বর্তমানে এমন প্রথম অ্যান্টিজেন তৈরির পর্যায়ে আছি যা ব্যাপকভাবে নিরপেক্ষীকরণকারী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হবে। টিকার সাফল্য নির্ভর করছে আমরা যে ইমিউনোজেন ব্যবহার করছি। তা সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কি না তার উপর।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ফেসবুক লাইভে কেঁদে উমামা বললেন, ‘জুলাই কেন মানি মেকিং মেশিন হবে?’

News Desk

সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: রংপুরে সিইসি

brs@admin

সাফল্য আর টানে না, আমি মানুষ হিসেবে সার্থক হতে চাই: জয়া

News Desk

৭২-এর সংবিধান রক্ষার চক্রান্ত রুখে দিতে কাজ করছি : নাহিদ ইসলাম

News Desk

ব্যবসায়ীক দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড : পুলিশ

News Desk

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk
Translate »