রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এর আগে সোমবার (২৫ আগস্ট) তিন দাবিতে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদসহ তিন দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
বিআরএসটি/এসএস