বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে অব্যবহৃত চাকা আরেকটি এয়ারলাইন্সের কাছে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা। বুধবার (২০ আগস্ট) ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে অব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিআরএসটি/এসএস

previous post