28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

আটলান্টিক মহসাগরে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রুত তীব্র হওয়া ঝড়গুলোর মধ্যে একটি।

ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে। বর্তমানে এটি অ্যাঙ্গুইলা থেকে ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে। ঝড়টির আশপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩৩ কিলোমিটার।

‘এরিন’ রোববার বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। শনিবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় ঘূর্ণিঝড় এরিন ক্যাটাগরি ১ শক্তিতে রূপ নেয়, ঘণ্টায় ৭৫ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল। পরবর্তী ২৪ ঘণ্টায় এরিন ক্যাটাগরি ৫ শক্তিতে পরিণত হয়, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় এরিন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে দ্রুতগুলোর অন্যতম। কম সময়ে শক্তিশালী রূপ নেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড। ১ সেপ্টেম্বরের আগে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে এর আগে এত কম সময়ে শক্তিশালী রূপ নেয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

এনএইচসির তথ্যমতে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার (১৭ আগস্ট) উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে (রোববার) বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে।

এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত

News Desk

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

News Desk

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

News Desk

দৌলতপুরে অস্ত্র-মাদকসহ একজন আটক

News Desk

ডিএমপির সাবেক কমিশনারকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

brs@admin

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk
Translate »