28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

কংসের মতো হাসিনা দেশ ধ্বংস করে পালিয়ে গেছে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা কংসের মতো দেশে এসে মানুষকে হত্যা করে দেশ শাসন করেছে। মাত্র পনের দিনে দেশে ১৫শ মানুষকে হত্যা করেছে। যেখানে শিশু এবং হিন্দুও বাদ যায়নি। কংস যেমন একটি দেশকে উড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি শেখ হাসিনা একটি দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্ম ভিন্নভিন্ন হলেও সৎ উপার্জন, সৎ কর্ম ও ভালো মানুষ হওয়ার কথা প্রত্যেক ধর্মেই উল্লেখ রয়েছে। আমরা সেটা মেনে চলতে পারি। আমাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগের শামসনামলে সব শেষ হয়ে গেছে।

এসময় রাজনীতিকে সমাজ ও ধর্মের বাহিরে রেখে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সব-শ্রেণি পেশার নারী-পুরুষ ও শিশুরাও অংশ নেয়।
বিআরএসটি/এসএস

Related posts

আওয়ামী লীগ খুনিদের দল, খুনি হাসিনার ফাঁসি চাই: সারজিস

brs@admin

অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান : প্রধান উপদেষ্টা

News Desk

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

brs@admin

৩২টি চলচ্চিত্রের জন্য ৯ কোটি টাকা সরকারি অনুদান

brs@admin

ভারতের পোশাক রপ্তানি খাতে ধাক্কা : অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

News Desk

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk
Translate »