শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

হানিমুনে কোথায় ঘুরছেন মেহজাবীন-রাজীব?

দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। তারপর থেকে পরিচালক আদনান আল রাজীব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন। এতোমধ্যেই এই তারকা দম্পতির বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে ইতোমধ্যে।

এই ৫ মাসে বহুবার দেশের বাইরে গেছেন রাজীব-মেহজাবীন। নিজেদের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক ভক্তই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন।

বিয়ের পরেই মেহজাবীন যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে। তবে এবারের সফরটি একটু আলাদা— কারণ, এবার হানিমুন বলেই ঘোষণা করলেন মেহজাবীন নিজে।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় আর রোম্যান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনও বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

এই পোস্ট দেখে যেমন ভক্তরা মুগ্ধ হয়েছেন, তেমনি কমেন্টেও ভেসেছে ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজার করে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চকবাজারে দোকান ভাঙচুর-লুটপাটের বিচার দাবি ব্যবসায়ীদের

News Desk

দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন

News Desk

রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

brs@admin

ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

News Desk
Translate »