28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

টেকনাফে সামরিক পোশাকসহ দুই ডাকাত আটক

কক্সবাজার জেলার টেকনাফে হোয়াইক্যং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক ইউনিফর্ম ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন; ‘রোহিঙ্গা ক্যাম্প ৮’ ইস্টের মো. আলীর পুত্র ইমন (২৫) এবং ‘রোহিঙ্গা ক্যাম্প ১৭’ এর আবুল হোসেনের পুত্র মো. ইলিয়াস (১৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে তথ্য রয়েছে।

সেনাবাহিনী ও এপিবিএন সূত্র জানিয়েছে, নবী হোসেন ও তার সহযোগীরা মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করে। একইসঙ্গে তারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি সামরিক ইউনিফর্মের শার্ট, ২০টি সামরিক প্যান্ট, ২০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, একটি ১২ ভোল্ট ব্যাটারি এবং ২টি ১৫০ ওয়াটের সোলার প্যানেল।

সম্প্রতি ১৩ জুলাই ‘ক্যাম্প ১১’ এলাকায় সেনাবাহিনী ও এপিবিএনের আরেক অভিযানে নবী হোসেনের চার সদস্যকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি উজি এসএমজি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৪ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, হোয়াইক্যং বাজারে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সামরিক পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

কুয়ালালামপুরে হোটেলে অভিযান, ৩৭ বিদেশি আটক

News Desk

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাল : উপদেষ্টা রিজওয়ানা

News Desk

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত, সাবেক রাষ্ট্রদূতের দাবি

News Desk

যে স্থানে আত্মগোপনে ছিলেন মমতাজ

brs@admin

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষাকবচ নির্বাচন ব্যবস্থার পরিবর্তন : চরমোনাই পীর

News Desk
Translate »