রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৩ জুলাই) অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় ঘটনাটি ঘটে। এই গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই পুরুষও আহত হন।

বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে অঙ্গরাজ্যটির এক সেনাকে গুলিতে আহত করার কিছুক্ষণ পর ওই গির্জাটিতে হামলা চালায়।

রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে লেক্সিংটনের পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, গির্জায় আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আর আহত সেনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজনকে শনাক্ত করলেও তার নাম ও বয়স প্রকাশ করেনি।

ওয়েদারস জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ওই সেনা ফেইয়েট কাউন্টির ব্লুগ্রাস বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভে একটি গাড়ির লাইসেন্স প্লেট রিডারে সতর্কতা পাওয়ার পর গাড়িটি থামান। তখন সন্দেহভাজনের ওই সেনাকে গুলি করে পালিয়ে যায় আর একটি গাড়ি ছিনতাই করে।

ছিনতাই করা গাড়িটি নিয়ে সে ১৬ কিলোমিটার দূরে রিচমন্ড রোড ব্যাপ্টিস্ট গির্জায় গিয়ে হাজির হয়। সেখানে সে লোকজনের ওপর গুলি ছুড়তে শুরু করে।

পুলিশ ছিনতাই করা গাড়িটির অবস্থান শনাক্ত করে ওই গির্জায় গিয়ে হাজির হয়। তিন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে গুলি করেন আর ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ওয়েদারসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে সন্দেহভাজনের সঙ্গে ওই গির্জার লোকজনের সম্ভবত কোনো সম্পর্ক ছিল। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ওয়েদারস জানান, লেক্সিংটন পুলিশ বিভাগীয় নীতি অনুযায়ী এই গোলাগুলির ঘটনার একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবে।

ব্লুগ্রাস বিমানবন্দর সামাজিক মাধ্যম এক্স এ রোববার দুপুর ১টার দিকে এক পোস্টে জানিয়েছে, বিমানবন্দরের একটি সড়কের এক অংশে আইন প্রয়োগকারীদের তদন্তের কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু সব ফ্লাইট ও কার্যক্রম এখন স্বাভাবিক আছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

৭০০ বন্দী এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

News Desk

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

৫০ হাজার ৩৬ হাজি দেশে ফিরেছেন

brs@admin

হত্যা মামলায় কারাগারে আইভী

brs@admin

দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় : গোলাম পরওয়ার

brs@admin

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০৬

News Desk
Translate »