28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
Uncategorized

দুই ব্যক্তির পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তল্লাশি চালিয়ে তাদের পাঞ্জাবির পকেট থেকে ২১ ও ২২ ক্যারেটের এ স্বর্ণের গহনা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনায় স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।

এপিবিএন জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকা থেকে মো. হাছান ও মো. শাহাজান নামের দুজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় এপিবিএন ফোর্স তাদের আটক করে।

এপিবিএন অফিসে নিয়ে তাদের শরীর তল্লাশি করলে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণের গহনা পাওয়া যায়। দুজনের কাছে থাকা সোনার গহনা জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঁধনের আবেগঘন পোস্ট

brs@admin

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

brs@admin

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

ভোলার ১৬ রুটে নৌ চলাচল বন্ধ

brs@admin

অর্থপাচার মামলায় সাজা থেকে জি কে শামীমের খালাস

News Desk
Translate »