প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন।
মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা ফুল গিয়ারে (পুরোদমে) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছি।’
সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা এবং ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন সিইসি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিশনের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যতদ্রুত সম্ভব প্রস্তুতি নিচ্ছি। যখন বলবে, তখনই যেন করতে পারি। প্রধান উপদেষ্টা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেননি।’
এনসিপির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘দল নানা ধরনের বক্তব্য দিতে পারে। আমরা এখনো নির্বাচন করিনি, জোর করে বসিনি, কোনো দলের পক্ষপাত করিনি। উড়ে এসে জুড়ে বসিনি। কমিশন কেন পুনর্গঠনের কথা বলবে? স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে আমাদের। আমরা তো ৫ আগস্টের ফসল।’
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থাশীল। অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আমাদের কর্মকান্ড দেখে আমাদের ওপর আস্থা রাখবে দলগুলো।’
উল্লেখ্য, ২৬ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিআরএসটি/এসএস