ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ের মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকাই নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্য কোনো হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থা করার কথাও জানান তিনি।
এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। আর দুই জোন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।
তিন চাকার রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিআরএসটি/এসএস