28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

বিডিআর হত্যাকাণ্ড মামলায় সাক্ষ্য দিয়েছেন ‘পলাতক’ মির্জা আজম ও নানক

বিডিআর হত্যাকাণ্ড মামলায় সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের পলাতক দুই শীর্ষ নেতা। ইমেইলে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন এ-সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এছাড়া শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ফজলে নূর তাপস, শেখ সেলিমসহ ১৪ জনকে সাক্ষ্য দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন গুম কমিশনার।

তিনি জানান, এ পর্যন্ত ৮ জন রাজনৈতিক নেতার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে তিন জন কারাগারে থেকে, তিন জন উপস্থিত হয়ে এবং দুইজন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলে সাক্ষ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতোমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন।

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কারো নাম বলেননি কমিশনার। হত্যাকাণ্ডের পর আলামত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কমিশনরার বলেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় বিডিআর হত্যাকাণ্ড। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিল, পরিস্থিতি সামাল দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সময়মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে হত্যাকাণ্ড কমানো যেত।
বিআরএসটি/এসএস

Related posts

ফ্যাসিস্টের দোসররা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: আমীর খসরু

brs@admin

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি

News Desk

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মাঝেই নির্বাচন হতে হবে : সেলিম উদ্দিন

brs@admin

গাজার ভয়াবহতায় জড়িত থাকার অবসান ঘটান: ব্রিটিশ সরকারকে ৩০০ বিশিষ্ট ব্যক্তির চিঠি

brs@admin

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

News Desk
Translate »