জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ বিবৃতি পৃথিবীর ইতিহাসে আছে কি না আমাদের জানা নেই। এখানেই আমাদের আপত্তি ছিল।’ প্রতীকী প্রতিবাদ স্বরূপ দল গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠককে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। কিন্তু পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্র্বতী সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। ‘আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।’
বিআরএসটি/এসএস