শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

গানের ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর শীতল নামের এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভারতের হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী এই মডেলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমকে শীতলের বোন নেহা জানান, শীতল কর্মক্ষেত্র থেকে তাকে ফোন করে জানিয়েছিলেন, তার প্রাক্তন প্রেমিক সুনীল তাকে শারীরিকভাবে নির্যাতন করছেন এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে, তিনি তার বোনের সাথে যোগাযোগ করতে পারেননি। যখন সে বাড়ি ফিরে আসেনি, তখন নেহা পুরাতন শিল্প পুলিশ স্টেশনে নিখোঁজ ব্যক্তির অভিযোগ করে।

বোনের লাশ উদ্ধারের পর শীতলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন নেহা।

মডেল শীতলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। খুনের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পেশায় মডেল হরিয়ানার গানের জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। মাত্র ছয় মাস আগেই গানের জগতে সফর শুরু করেন তিনি।

গত সপ্তাহেই কমল কৌর নামে এক ইনফ্লুয়েন্সরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার দেহ। পরপর এমন ঘটনা ঘটায় ফের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র : এনডিটিভি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান হাসপাতাল মালিকদের জন্য : সোহেল রানা

News Desk

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের ফাঁসি কার্যকর : বিচার বিভাগ

brs@admin

উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

News Desk

নির্বাচন বিলম্বের অর্থ সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া : দুদু

News Desk

‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ

News Desk
Translate »