28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১৪ জন আহত

শনিবার (১৪ ‍জুন) ইসরাইলের জরুরি পরিষেবা জানিয়েছে, হাইফার কাছে দেশটির উত্তরাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে একটি বাড়িতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিম গ্যালিলিতে একটি দোতলা বাড়িতে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদের শরীরে বিভিন্ন আঘাত রয়েছে বলে জানা গেছে।’

এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানোর পর লোকেরা উপকূলীয় ইসরাইলি শহর তেল আবিবের কমিউনিটি বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এএফপি’র অন্যান্য সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেম এবং পশ্চিম তীরের হেবরন শহরে ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। যার মধ্যে ইরানের অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক বাধা দিয়েছে।

সামরিক সতর্কতা নাগরিকদের আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার সময় অনেক লোক লাল আলোর মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল।

ইসরাইলের সামরিক সেন্সরশিপ সাংবাদিকদের দেশের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ বা সঠিক অবস্থান জানাতে নিষেধ করেছিল।

শুক্রবার ইসরাইলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে।

ইরানের আক্রমণগুলো ইসলামিক প্রজাতন্ত্রের ওপর ইসরাইলের বিশাল হামলার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়। ইসরাইলের হামলা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত করেছিল, শীর্ষ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং কয়েক ডজন বেসামরিক নাগরিককে হত্যা করে এবং দেশের প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছিল।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের ওপর তার ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে, রাজধানী তেহরানের পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রের পশ্চিমে একটি ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

brs@admin

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা দশজন আহত

brs@admin

ফলস ফ্লাগ নাটকে পর্যটকদের হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা: দাবি শিখ সংগঠনের

brs@admin

গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার হবে বড় সংস্কার: আলী রীয়াজ

News Desk

দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায় : মঈন খান

brs@admin

পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk
Translate »