বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশের কেউ থাকলে সেটা পুশইন করলে মেনে নেওয়া সম্ভব, তবে অন্য দেশের কাউকে মেনে নেওয়া সম্ভব না এটা অমানবিক।
তিনি বলেন, করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, সবার উচির টেস্ট করা, এয়ারপোর্টসহ বিভিন্ন পথে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন কমিশনার ড. মুহাম্মদ নাজমুল করিম খানসহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
বিআরএসটি/এসএস

previous post