অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদের সিনেমা ‘টগর’-এর দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।
তবে চমকপ্রদ খবর হলো, পর্দায় চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরীর সঙ্গে চমক হয়ে ধরা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা।
সিনেমার গান করলেও এর আগে কখনোই বড় পর্দার গানে পারফরম করেননি ইমরান বা আনিসা কেউই। এবারই প্রথম তাদের দুজনকে বড় পর্দায় গানে পারফরম করতে দেখা যাবে।
ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিংও। এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
আগে বিভিন্ন সময়ে পারফরমের জন্য প্রস্তাব পেলেও এবার সিনেমার গানে পারফরম করাটা আনিসার জন্য বেশ এক্সাইটিং। আতিয়া আনিসা বললেন, ‘আমাকে যখন জানানো হলো গানটির সঙ্গে পর্দায় পারফরম করতে হবে, শুনেই বেশ এক্সাইটেড ছিলাম। ছোটবেলা থেকে গানের পাশাপাশি নাচও শেখা হয়েছে আমার।
হয়তো আমার গানে আমি নিজেই পারফরম করি কিন্তু পর্দার জন্য এটা এক অন্য রকম অভিজ্ঞতা এবং ভালো লাগা। শুটিংয়ের সময় বেশ মজা করেছি, উত্তেজিত ছিলাম। এখন ছবিটি মুক্তি পেলে প্রেক্ষাগৃহে অল্প সময়ের জন্য হলেও নিজেকে দেখতে পাব ভেবে ভালো লাগছে।’
ছবিটির নায়িকা পূজা চেরী বলেন, ‘গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান মাহমুদুল ও আনিসার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।
এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’ সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। আসন্ন ঈদুল আজহায় সারা দেশব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বিআরএসটি / জেডএইচআর