28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

আজ ঢাকায় আসছে ভুটান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে ঢাকায় আসছে ভুটান জাতীয় দল। আগামী ৪ জুন এই দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে।

ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং ক্লাব হাউজ টিকিটের মূল্য ১০০০ টাকা।

এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যেই প্রস্তুতিমূলক হিসেবে আয়োজন করা হয়েছে ভুটান-বাংলাদেশ প্রীতি ম্যাচ।

বাফুফে এরই মধ্যে এই দুই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি ঢাকায় আসতে পারেন ১ বা ২ জুন। যদি তিনি ৪ জুন ভুটানের বিপক্ষে মাঠে নামেন, তবে সেটিই হবে বাংলাদেশের জার্সিতে দেশের মাটিতে তার অভিষেক ম্যাচ।

তবে স্কোয়াডে থাকা মিডফিল্ডার শমিত সোমের ভুটান ম্যাচে খেলা অনিশ্চিত। আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা

বাংলাদেশের সমর্থকদের জন্য এই ম্যাচ শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়, বরং দেশের মাটিতে নতুন প্রতিভা ও অভিজ্ঞ ফুটবলারদের একসঙ্গে দেখার বড় সুযোগ।

Related posts

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২

News Desk

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

brs@admin

মোংলা বন্দরকে পুরোপুরি কাজে লাগাতে চাই : বন্দর চেয়ারম্যান

News Desk

হেরোইনসহ মা-ছেলে আটক

brs@admin

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম

brs@admin

এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin
Translate »