28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শাহরুখ–কন্যা সুহানার অজানা তথ্য, জানতেন কি?

শাহরুখ খান ও গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা। ছোটবেলা থেকেই ‘স্টার কিড’ হিসেবে মিডিয়ায় আলোচিত নাম। তবে অভিনয়ে অভিষেকের পর থেকে তিনি ঘুরিয়ে দিয়েছেন আলোচনার মোড়। ২০০০ সালের ২২ মে জন্ম নেন এই জেন-জি তারকা। গতকাল ছিল তাঁর ২৫তম জন্মদিন। পিংকভিলা, আইডিভা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য।

শাহরুখ খানের সঙ্গে ছোট্ট সুহানাকে প্রায়ই দেখা যেত আইপিএলের খেলায়। নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহ জোগাতে গ্যালারি আর মাঠে দেখা যেত তাদের। তবে সুহানা যে নিজেও খেলাপাগল, তা হয়তো জানেন না অনেকেই। স্কুলের অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের অধিনায়ক ছিলেন সুহানা। ক্রিকেট খেলাও তাঁর খুব পছন্দ।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সুহানা। এরপর ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেন। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা করেন। শুধু স্টার কিড হিসেবেই নয়, নিজের পরিচয়ে তিনি যে চলচ্চিত্র অঙ্গনে ছাপ রাখতে চান, তা ফিল্ম একাডেমিতে পড়ালেখা করা থেকেই বোঝা যায়।

সুহানা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখেছেন। তায়কোয়ান্দোতে তিনি জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন।

সুহানার মধ্যে আছে একটি লেখক সত্তাও। ‘কথা ন্যাশনাল গল্প লেখা প্রতিযোগিতা’য় তিনি পুরস্কৃত হন।

ঘুমানোর আগে মেকআপ তুললে কখনো ভোলেন না সুহানা।

ব্রিটিশ পপ সংগীত শুনতে ভালোবাসেন সুহানা। প্রিয় সংগীতশিল্পী জেইন মালিক। সুহানা খানের প্রিয় ইউটিউবার কানাডার লিলি সিং।

ইনস্টাগ্রামে সুহানা খানের অনুসারীসংখ্যা ৬০ লাখের বেশি। জেন-জিদের স্টাইল আইকন হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। মিনিমাল সাজ দিয়ে তিনি নজর কাড়েন সব সময়ই। তবে রূপচর্চার ক্ষেত্রে তিনি এখনো অনুসরণ করেন মা গৌরীকে। এক সাক্ষাৎকারে সুহানা বলেন, ‘মা (গৌরী খান) ত্বক ময়েশ্চারাইজ করতে যে তেল ব্যবহার করেন, আমি এখনো সেটার ভক্ত।’

সুহানা খান খুবই স্বাস্থ্যসচেতন এবং সব সময় স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন। ব্যালে ডান্স আর ইয়োগার পাশাপাশি তাঁকে প্রায়ই জিমে কঠোর শারীরিক অনুশীলন করতে দেখা যায়। শাহরুখ খানের সঙ্গেও তাঁকে কয়েকবার জিম করতে দেখা গেছে। এ যেন একদম ‘বাবার মেয়ে’

বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন সুহানা। তাঁর সম্পদের পরিমাণ ১৩ কোটি রুপি

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে সুহানার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। তবে এর আগে তিনি ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ‘দ্য আর্চিস’–এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন ছড়ায়। সুহানা ও অগস্ত্য নন্দাকে কয়েকবার বিভিন্ন রেস্টুরেন্টে একসঙ্গে দেখা গেছে। তবে সম্পর্কের ব্যাপারে তাঁরা কেউই মুখ খোলেননি।

সুহানাকে সামনে দেখা যাবে ‘দ্য কিং’ ছবিতে। এই সিনেমায় আছেন তাঁর বাবা শাহরুখ খানও। আজ জন্মদিন উপলক্ষে মেয়েকে শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা লিখেছেন, মেয়ের সঙ্গে সিনেমায় অভিনয় নিয়ে তিনি রোমাঞ্চিত।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

News Desk

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

News Desk

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

brs@admin
Translate »