28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

নরেন্দ্র মোদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ‘গোপন মিটিং’ এবং ‘চুক্তি’ করতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরোধিতায় বিক্ষোভের মুখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর দ্য ইকোনোমিকস টাইমস’র।

সম্মেলনে মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বর্ডার। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন। দেশের ভালো হলে খুশি হবো। কিন্তু আপনাদের প্ল্যানটা কী? কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা?

মমতা ব্যানার্জি বলেন, মুসলিম ভাইবোনদের বলবো, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে, তা ভেঙেছে। সংবিধানে ১৮ এবং ৩৫ অনুচ্ছেদ সম্পত্তির ওপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্যের বিধানসভার আওতাধীন। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।

মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম-রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কি আপনার আওতার মধ্যে পড়ে? পড়ে না।

মমতা ব্যানার্জি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর অভিযোগের আঙুল তুলে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের হাত আছে। বিএসএফ তো বর্ডার সামলায়। যেখানে কোনো অধিকার আমার নেই। রাজ্য সরকারের কাছে নেই। আপনি কেন ঢুকতে দিলেন। কৈফত আপনাকে দিতে হবে। আপনারা চান হিন্দু-মুসলিম ভেদাভেদ তৈরি করতে। আপনি দেশকে একত্রিত করুন। দেশ একত্রিত না হলে টুকরো টুকরো হয়ে যাবে।

উল্লেখ্য, বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরোধিতায় বিক্ষোভে তোলপাড় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রাণহানির মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের দাবি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

News Desk

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে আজ পালিত হচ্ছে ঈদ

brs@admin

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ: ফয়জুল হক

News Desk
Translate »