শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলা

রায়ে ভ্যালেকানোকে লা লিগার শীর্ষে বার্সা

বিআরসটাইমস: লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক সপ্তাহের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন স্থান ওলট-পালট হয়ে গেছে। এর ফলে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে বার্সেলোনা।

অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে পুরোটা সময়ই আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। তবে বেশিভাগ সুযোগই কাজে লাগাতে পারেনি তারা।

এদিন একটির বেশি গোল করতে না পারলেও ম্যাচে পরিষ্কার ফেবারিট ছিল কাতালানরাই। ম্যাচজুড়ে ৬০ শতাংশ সময় বলের দখল রেখে গোলের উদ্দেশে মোট ১৪টি শট নিয়ে তার পাঁচটি লক্ষ্যে রাখে হান্সি ফ্লিকের শিষ্যরা। অপরদিকে, রায়োর আটটি শটের চারটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির গোল গড়ে দিয়েছে ব্যবধান। ২৩তম মিনিটে রাফিনিয়া ভালো এক সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভ্যালেকানো গোলরক্ষক।

তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২৮তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেভানডোভস্কি। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলস্কোরার লেভা ২৩ ম্যাচে করেছেন ২০ গোল।

দ্বিতীয় হাফেও গোলে একাধিক সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে গোল করতে ব্যর্থ হয় লেভা-রাফিনিয়ারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

বিআরএসটাইমস/স্পোর্টস/আরএন

Related posts

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

News Desk

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin

ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, তাহলে টুর্নামেন্টে কেন— প্রশ্ন আজহারউদ্দিনের

News Desk

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

News Desk

বিসিবির নির্বাচন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বুলবুল

News Desk

দুই হাজার রানের ক্লাবে শান্ত

brs@admin
Translate »