রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ চলে গেছে খাদের কিনারে। সুপার ফোরে যেতে হলে মেলাতে হবে কঠিন এক সমীকরণ। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য এখনই বাংলাদেশকে এখনই হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না। সুপার ফোরে যেতে হলে এখন লিটন দাসদের কী করা উচিত, তিনি জানিয়েছেন সেটাও।

তবে তার আগে শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বাংলাদেশের সমালোচনা করতেও ভোলেননি তিনি। ‘বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু সেই দলটার কাছেই এবার হারল। এবার তো মনে হয়েছে ওরা লড়াইয়েই নেই একেবারে। এখন আফগানিস্তানের বিপক্ষে তাদের বড় এক ম্যাচ, সেখানে ওদের একেবারে ঘুরে দাঁড়াতেই হবে।’

সেই ঘুরে দাঁড়ানোর জন্য কী করতে হবে বাংলাদেশকে? সে প্রশ্নের জবাবও দিয়েছেন হার্শা। তিনি জানিয়েছেন, বাংলাদেশ যেন এই হারের গ্লানি ভুলে সামনের দিকে তাকায়।

শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের ফলে সুপার ফোরে লঙ্কানদের সঙ্গী হিসেবে আফগানদেরই দেখছেন অনেকে। তবে সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টির মজাটাই এখানে যে যেকোনো কিছু হতে পারে। আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম আজ ম্যাচটা জমজমাট হবে, তবে হয়ত শ্রীলঙ্কা ফেভারিট। আমি অন্তত ক্লোজ ম্যাচ আশা করেছিলাম। আপনি বলতে পারবেন না কী হবে। কারণ বাংলাদেশের আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানেরও বাংলাদেশকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানোর মতো এবং শ্রীলঙ্কার আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে।’

এখন আফগানিস্তান ম্যাচের জন্য বাংলাদেশের করণীয় কী? সেটা জানাতে গিয়ে হার্শা বলেন, ‘সবার আগে বাংলাদেশকে এই ম্যাচে কী হয়েছে, সেটা ভুলে যেতে হবে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। এত দূর ভাবার দরকার নেই, আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। অনেকে বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে ২ পয়েন্ট নিয়ে নাও। আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মদের দোকানে আগুন

News Desk

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আদালত গঠন

News Desk

জাতিসংঘের পুনর্গঠন চাইলেন সাইফুল হক

brs@admin

‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে ঈদের ট্রেন্ডিংয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’

brs@admin

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান!

brs@admin

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

News Desk
Translate »