রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে; উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আসন্ন যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়াকে ‘উন্মত্ত শক্তি প্রদর্শন’ আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এর ফলে ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে।

রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এই মন্তব্য প্রকাশ করেছে বলে জানিয়েছে এএফপি। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওয়াশিংটন ও সিউল একটি টেবিলটপ মহড়াও চালাবে।

কিম ইয়ো জং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে দেওয়া বিবৃতিতে বলেন, ‘ডিপিআরকের আশপাশে এই ভুল জায়গায় বেপরোয়া শক্তি প্রদর্শন তাদের জন্য অবধারিতভাবে খারাপ ফল বয়ে আনবে।’ পিয়ংইয়ং বহুদিন ধরেই এ ধরনের মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে আসছে।

এই সতর্কবার্তা এমন সময়ে এল, যখন কিম জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র সফরে গিয়ে ঘোষণা দেন, উত্তর কোরিয়া একসাথে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র শক্তি বৃদ্ধির নীতি অব্যাহত রাখবে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ নিরস্ত্রীকরণ বৈঠকের পর থেকে দেশটি নিজেদের পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে উত্তর কোরিয়া। মস্কোর হয়ে লড়তে তারা সেনা পাঠিয়েছে বলেও জানা যায়। গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

News Desk

সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ ইমরান খানের

brs@admin

সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে : পুলিশ মহাপরিদর্শক

News Desk

ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ : কার কত আর্থিক ক্ষতি হলো

brs@admin

অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি

News Desk

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

News Desk
Translate »