রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও ইসরায়েলি বোমা অপেক্ষা করছে: সাবেক আইআরজিসি প্রধান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই সৌদি আরব, তুরস্ক এবং ইরাকসহ আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যদি এই অঞ্চলের দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে “সামরিক জোট” গঠন করতে ব্যর্থ হয় তবে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) টুইটারে এক্স-এ একটি পোস্টে এই মন্তব্য করেন তিনি। তিনি পরামর্শ দিয়েছেন যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি অসাধারণ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনে এই ধরনের আগ্রাসনের সম্ভাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

তিনি লিখেছেন, ‘যদি শীর্ষ সম্মেলন পাঁচটি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সৌদি আরব, তুরস্ক এবং ইরাকের সরকারেরও যুদ্ধবিমান এবং বোমা হামলার আশা করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগে, এর মোকাবেলা করার জন্য একটি সামরিক জোট গঠন করতে হবে।’ আইআরজিসির সাবেক এই শীর্ষ কর্মকর্তা ইরানের শীর্ষ ব্যক্তিত্ব আয়াতুল্লাহ  আলী খামেনেয়ির পরামর্শদাতা এক্সপিডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের সদস্য।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ একটি মতামত নিবন্ধে সতর্ক করে দেয়ার পর তার এ মন্তব্য এসেছে। সংবাদপত্রটি জানায়, পারস্য উপসাগরীয় দেশটিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে কাতারের উপর সাম্প্রতিক বিমান হামলার পর, সরকার তুরস্কের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

তবে, এই পদক্ষেপ “বিপর্যয়কর” পরিণতি বহন করতে পারে বলে বর্ণনা করা হয়েছে ওই নিবন্ধে এবং বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, আঙ্কারার সঙ্গে যে কোনো সংঘর্ষ জড়ানো দোহার ওপর হামলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হবে।

একই প্রেক্ষাপটের বিষয়ে টাইমস অব ইসরায়েল জানায়, তেল আবিব পূর্বে “ন্যাটোর কারণে” তুরস্কের মাটিতে একই ধরনের অভিযান পরিচালনা স্থগিত করে। এর পরিবর্তে কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নেয় তেল আবিব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও রেজাইয়ের মতোই একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অভিযান সদর দপ্তর গঠন করতে হবে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত, বাসার সব নিয়ে গেল চোর

brs@admin

৪৫ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

brs@admin

তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাসের

News Desk

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

তিন দফা দাবি আদায়ে ববি শিক্ষার্থীদের অনশন

News Desk

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin
Translate »