শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করবে ইরান।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে এবং তা সম্মেলনে উপস্থাপন করবে।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিকের সমালোচনার জবাব দেন, যিনি রাশিয়াকে এর আগে ইরানের একটি প্রস্তাব সমর্থনের কারণে অভিযুক্ত করেছিলেন। উলিয়ানভ বলেন, ওই সাংবাদিক আসলে আইএইএ বোর্ড অব গভর্নরস এবং সাধারণ সম্মেলনের পার্থক্যই জানেন না, যেখানে ইরান তার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, রুশবিরোধী প্রচারকারীদের এমন আলোচনায় নামার আগে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নিজেদের এমন বিদ্রূপাত্মক ও পরস্পরবিরোধী অবস্থানে না ফেলেন।

আইএইএ সাধারণ সম্মেলন আগামী ১৫ সেপ্টেম্বর ভিয়েনায় শুরু হবে এবং এটি পাঁচ দিন ধরে চলবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসরায়েলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি , সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার আবেদন

brs@admin

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ব্যর্থ সরকার : আখতার

News Desk

পাকিস্তানে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান

brs@admin

তত্ত্বাবধায়ক সরকারসহ ৩টি বিষয় নিয়ে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

News Desk

ঈদের ছুটি শেষ, এবার পড়াশোনায় মনোনিবেশ এর চেষ্টা: ভাবনা

brs@admin

‘হতাহতদের তালিকা ও নিখোঁজদের দ্রুত সন্ধান দিন’ : মুজিবুর

News Desk
Translate »