রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান রিজভীর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) রিজভীর স্বাক্ষর জাল করে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করা হয়। বিষয়টি নিয়ে রিজভীর স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়, ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির দপ্তর থেকে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুহুল কবির রিজভী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির দপ্তর থেকে তার স্বাক্ষর করা এ সংক্রান্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।

রিজভী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
বিআরএসটি/এসএস

Related posts

এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

brs@admin

যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়ন করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

News Desk

হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

brs@admin

একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় – বিএনপি

brs@admin

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin

ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর ডেমরায় জব্দ

News Desk
Translate »