রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

বংশালে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ইউনুস আহাম্মেদ (৬৮)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

brs@admin

‎পিরোজপুরে বাস উল্টে নিহত ১, আহত প্রায় ৩০

brs@admin

ওদের জন্মই তো ভুল, ওরা মওদুদীবাদী : জামায়াত প্রসঙ্গে হাবিব

News Desk

ব্যাংক খাতে নতুন মুদ্রানীতিতে সুশাসনসহ সংস্কার কার্যক্রমে জোর

brs@admin

ওয়াশিংটনে যাওয়ার কথা জানালেন জেলেনস্কি

News Desk

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

News Desk
Translate »