রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকার রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি উদ্ধার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. সোহাগ (২০), মো. জুয়েল মিয়া (২২), মো. নোমান মিয়া (৩০) ও মো. বেলাল হোসেন (৪৫)।

এদিকে, ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি টয়োটা গাড়িতে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে।

রাত আনুমানিক সাড়ে ১২টার দিবে গাড়িটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ২০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছে বিএসবির বাশার

brs@admin

অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস

brs@admin

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

News Desk

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

brs@admin

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

brs@admin
Translate »