28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

এতে বলা হয়, পাকিস্তানে দু’দিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামি দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়।

শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মুহাম্মদ নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামি সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যদি বিশ্বজুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না।’

নওয়াজ শরীফ ইসরায়েলি শাসনতন্ত্রের সাম্প্রতিক আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াবো।’
বিআরএসটি/এসএস

Related posts

একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় – বিএনপি

brs@admin

র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

brs@admin

ভারত-পাকিস্তানকে টপকে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

brs@admin

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

News Desk

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস

News Desk

গুয়াতেমালায় একাধিক ভূমিকম্প, গাড়িতে চাপা পড়ে নিহত ২

brs@admin
Translate »