28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

পনেরো বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, যা তাকে অস্কার মনোনয়ন এনে দেয়।

সিলিকন ভ্যালির আলোছায়ায় ঘেরা জগৎ নিয়ে আবারও নির্মিত হচ্ছে সিনেমা, যেটি নির্মাণ করবেন অ্যারন সোরকিন। এবার এতে জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে এমি বিজয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রংকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

প্রথম কিস্তিতে শুধু চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও এবারের সিক্যুয়েলে অ্যারন সোরকিন থাকছেন পরিচালক হিসেবেও। ছবিটির অন্য মুখ্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট, তবে কারোর সঙ্গেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

নতুন কিস্তির কাহিনির সূত্র, ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’। সেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়।

জেরেমি স্ট্রং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকেন্দ্রিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহনের চরিত্রে অভিনয় করে অস্কারের মনোনয়ন পান। তবে তার সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে তৈরি ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’-এ, সেখানে তিনি জন ফ্যাভরোর ভূমিকায়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

brs@admin

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

News Desk

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

News Desk

কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

News Desk

৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রমজান মাসে

brs@admin

‘আ. লীগের যারা হয়রানি করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে’

brs@admin
Translate »