28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

চিত্রনায়িকা শবনম বুবলীকে এবার দেখা যাবে এক নতুন রূপে। মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন তিনি। এটি দিয়েই প্রথমবার গানের ভিডিওতে মডেল হিসেবে অংশ নেবেন তিনি। গান চিত্রটির পরিচালনায় আছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে অংশুর ‘খেলা হবে’ নামে একটি সিনেমায় বুবলী অভিনয় করবেন বলে ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে সংগীতনির্ভর এক ভিন্নধর্মী প্রজেক্টে।

গত ১৯ মে অংশু ফেসবুকে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’

যদিও সেসময় কাজের প্রকৃতি সম্পর্কে কিছু জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল, এটি একটি মিউজিক ভিডিও। গানের নাম ‘ময়না’।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনায় আছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমার গানে বুবলীর ঠোঁটে কণ্ঠ দিয়েছেন কোনাল। এমনকি কোনালের পুরস্কারপ্রাপ্ত গানও ছিল বুবলীর ঠোঁটেই।

‘ময়না’র ভিডিওর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই এটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ব্যানারে।

এদিকে বুবলীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। সেগুলো হলো জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। যদিও গত কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এখন শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমাগুলো মুক্তি পেতে পারে।

বর্তমানে বুবলী কাজ করছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী আব্দুন নূর সজল। পাশাপাশি তিনি শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। এতে আরও আছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস ও রজতাভ দত্ত।
বিআরএসটি/এসএস

Related posts

জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

News Desk

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

বাংলাদেশের পাট আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

brs@admin

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

brs@admin

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করলো চীন

brs@admin

যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার’; পরীমনির স্ট্যাটাস

News Desk
Translate »