রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শান্ত বলেন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।

তিনি আরও বলেন, এটা কোনো ব্যক্তিগত কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে।ড্রেসিংরুমে তিনজন অধিনায়ক থাকা উচিত না।

এর আগে ২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান শান্ত। বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পরে টি–টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।

উল্লেখ্য, বিদায় নেয়ার আগে টেস্টে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যা বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। তার অধীনস্থ সময়ে বাংলাদেশ জয় পেয়েছে চারটি ম্যাচে।
বিআরএসটি/এসএস

Related posts

গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ

brs@admin

অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি

News Desk

৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন

brs@admin

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে : গ্যাব্রিয়েলা রামোস

brs@admin
Translate »