28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদসারাদেশ

‎পিরোজপুরে বাস উল্টে নিহত ১, আহত প্রায় ৩০

মাহমুদ হোসাইন: পিরোজপুরে বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে মেয়ে পক্ষের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদরের মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা বাসে দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটি রাস্তার ওপর উল্টে যায় ও ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেন। ‎‎পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় আমরা ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।‎‎ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ ঘটনায় আশপাশের উপজেলা থেকে অ্যাম্বুলেন্স জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেস্ক/ এমএইচ/আরএন

Related posts

শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার

brs@admin

দাবি না মানলে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

News Desk

ওসি প্রদীপের ফাঁসি বিলম্বে ক্ষুব্ধ এক্স ফোর্সেস

News Desk

মেঘনায় ছয়টি বাল্কহেড ডুবি

News Desk

চীনের গানসু প্রদেশে ভয়াবহ বন্যা

News Desk

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

News Desk
Translate »