ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় সোমবার (২৩ জুন) ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়া হবে।
মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি উল্লেখ করেছেন, একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ইরানের শাস্তি সর্বোচ্চ শক্তির সাথে অব্যাহত থাকবে।
মুসাভি জোর দিয়ে বলেন, ইরানের মাটিতে মার্কিন আক্রমণ জবাবহীন থাকবে না। ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন আক্রমণের প্রতি দুঃখজনক জবাব দেবে।
তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি ট্রাম্পের সমর্থনের লক্ষ্য হলো ইরানের মোকাবেলায় ব্যর্থ হওয়া ভুয়া সরকারকে সাহায্য করা।
তিনি দেশের সশস্ত্র বাহিনীর প্রতি ইরানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের সশস্ত্র বাহিনী কোনো আক্রমণকারীর সাথে আপস করবে না।
এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।
গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
বিআরএসটি / জেডএইচআর