শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

গুলতেকিন খান একজন প্রজ্ঞাবান সাহিত্যিক; যিনি মূলত কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত। ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসেবে তার অভিষেক হয়।

প্রথম বইটিই পাঠক মহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্ধ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও তিনি ভীষণ প্রশংসিত হয়েছেন; তার ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজে। নুহাশ হুমায়ূনের শুধুমাত্র ‘পেট কাটা ষ’ সিরিজের দুই সিজনের মাধ্যমেই পেয়েছেন দেশ বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার।

একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অব আমেরিকার গর্বিত সদস্য। রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তারা একসঙ্গে দেশেই ঈদ করবেন।

ঈদের গল্প, পরিবারের বলা-না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে। এবারই প্রথম ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা। এই আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন (৮ জুন) সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।


 বিআরএসটি / জেডএইচআর

Related posts

মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান

brs@admin

এবার শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করলো নাগরিক ঐক্য

brs@admin

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

News Desk

রাজশাহীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

News Desk

এনসিপির নতুন কর্মসূচির ডাক

brs@admin
Translate »