রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুদ্ধবিমান হারানোর পর ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছে ভারত: অনিল চৌহান

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের সময় আকাশপথে ক্ষতির কথা স্বীকার করেছেন। তবে তিনি ‘সংখ্যাগত’ ক্ষতির চেয়ে, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে’ নিজেদের সংশোধনের বিষয়ে বেশি জোর দিয়েছেন।

ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাৎকারে অনিল চৌহান বলেন, ‘আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় হলো- জেটটি বিধ্বস্ত হচ্ছে তা নয়, বরং কেন এগুলো বিধ্বস্ত হচ্ছে সেটি।’

পৃথক সাক্ষাৎকারে রয়টার্সকেও একই ধরনের কথা বলেন ভারতের এই শীর্ষ জেনারেল। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কেন এই ক্ষতিগুলো ঘটেছে এবং এর পরে আমরা কী করব।’

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভালো দিক হলো, আমরা যে কৌশলগত ভুলটি করেছি তা বুঝতে পেরেছি, তা সংশোধন করতে পেরেছি এবং দুই দিন পর আবার তা বাস্তবায়ন করেছি এবং আমাদের সমস্ত বিমান আবারও উড়িয়েছি, দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তু তৈরি করেছি।’

চৌহান আরও বলেন, যুদ্ধ বন্ধ হয়ে গেলেও ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে, ‘পাকিস্তান থেকে আরও কোনো সন্ত্রাসী হামলা হলে তারা যথাযথ এবং সিদ্ধান্তমূলকভাবে’ জবাব দেবে। সুতরাং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এর নিজস্ব গতিশীলতা রয়েছে। এর জন্য আমাদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে হবে।

চৌহান আরও বলেন, যদিও পাকিস্তান চীনের সাথে ঘনিষ্ঠভাবে মিত্র, তবুও সংঘাতের সময় বেইজিংয়ের কাছ থেকে প্রকৃত কোনো সাহায্যের লক্ষণ দেখা যায়নি।

সংঘাতের সময় চীন পাকিস্তানকে কোনো উপগ্রহ চিত্র বা অন্যান্য রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে কি না জানতে চাইলে চৌহান বলেন, এই ধরনের চিত্র বাণিজ্যিকভাবে পাওয়া যায় এবং চীনের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও সংগ্রহ করা হতে পারে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে নাসার অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

রাজধানীতে বিএনপির তিন সংগঠনের সমাবেশ আজ

brs@admin

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরের জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার

News Desk

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

brs@admin

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট চলতি মাসেই

brs@admin

নতুন সাকিব-মাশরাফি তুলে আনতে নতুন উদ্যোগ বুলবুলের

News Desk
Translate »