রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

পল্লবীতে মেট্রোরেলের নিচে বহুল আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-ডি, বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পারভেজ ওরফে বাংলা পারভেজ (৩০) ও ইসমাইল হোসেন (২৭)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি বা অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরে বেড়াত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামে এক যুবককে একা পেয়ে পথরোধ করে তার কাছ থেকে আই ফোন-১৩ মডেলের মোবাইলটি ছিনিয়ে নেয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। নজরে আসার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ছিনতাইকারীদের দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনতাই করতো। পরবর্তীতে এসব ছিনতাইকৃত মোবাইলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Related posts

মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

brs@admin

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি আনোয়ারুল

brs@admin

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

brs@admin

মিটফোর্ডে হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

News Desk

শাড়ি পরতেই ৫ ঘণ্টা সময় নেন ক্যাটরিনা!

brs@admin

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

News Desk
Translate »