রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

এ বিষয়ে এসআই ফাহিম ফয়সাল বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টহলরত অবস্থায় একটি ফোন আসে শহরের টেপাখোলা সোনালী ব্যাংকের সামনে এক ব্যক্তি দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছে। যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে। এসময় আমি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানকে বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পৌঁছালে আসামী সোহাগ মৃধা আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তার পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হই। এসময় সোহাগ মৃধার দেহ তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলি উদ্ধার করি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়।

এসময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

News Desk

বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে

News Desk

ইশরাককে আদালতে আইনি লড়াই লড়তে হবে : আসিফ মাহমুদ

brs@admin

ঢাকা মহানগর আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

News Desk

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি : রিজওয়ানা হাসাান

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin
Translate »