28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

‘মানুষের হাড়’ দিয়ে তৈরি মাদকসহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

শ্রীলঙ্কায় ২১ বছর বয়সী এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ৪৬ কেজি প্রাণঘাতী সিনথেটিক মাদক ‘কুশ’ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর নাম চার্লট মে লি (২১)।

দক্ষিণ লন্ডনের সাবেক বিমান সেবিকা লিকে এই মাসের শুরুতে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার কাস্টমস কর্তৃপক্ষ।

তার লাগেজে থাকা স্যুটকেসে ‘কুশ’ নামক বিপজ্জনক মাদক পাওয়া যায়, যা পশ্চিম আফ্রিকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মানুষের হাড় দিয়ে তৈরি বলে ধারণা করা হয়।

শ্রীলঙ্কার কাস্টমস জানিয়েছে, এটি ওই বিমানবন্দরে মাদক সংক্রান্ত ইতিহাসে সবচেয়ে বড় চালান। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড বলে জানানো হয়েছে।

লি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার অজান্তেই কেউ মাদকগুলো লাগেজে ঢুকিয়ে দিয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

তার আইনজীবীরা জানান, তাকে রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো শহরের একটি কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনি কষ্টকর পরিবেশে, কংক্রিটের মেঝেতে ঘুমাচ্ছেন বলে জানা গেছে।

লি তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত ছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শ্রীলঙ্কায় যান।

মেইল অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি কে এটা করেছে’, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি আরো বলেন, ‘আমি লাগেজ খুলেও দেখিনি, ভাবছিলাম শুধু আমার জিনিসপত্রই আছে।’

শ্রীলঙ্কার এক সিনিয়র কাস্টমস কর্মকর্তা জানান, সম্প্রতি ব্যাঙ্কক হয়ে শ্রীলঙ্কায় মাদক চোরাচালান অনেক বেড়ে গেছে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ‘ব্যাঙ্কক থেকে প্রায় একই সময়ে আরেকজন যাত্রী অন্য দেশে গ্রেপ্তার হয়েছেন। প্রোফাইলিংয়ের ভিত্তিতে আমরা লিকে আটক করি।’

‘কুশ’ নামক এই নতুন মাদক পশ্চিম আফ্রিকায় বিশেষভাবে তরুণদের মধ্যে ব্যবহৃত হয়। সিয়েরা লিওনে প্রতি সপ্তাহে এ মাদকে গড়ে ডজনখানেক লোকের মৃত্যু হয়। এতে ব্যবহারকারীরা হেঁটে চলার সময় ঘুমিয়ে পড়েন, হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বা চলন্ত গাড়ির নিচে চলে যান।

সিয়েরা লিওনে কবরস্থান পাহারা দেওয়া হচ্ছে, যাতে কেউ কঙ্কাল চুরি করে এই মাদক তৈরি না করতে পারে। ২০২৪ সালে প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো মাদকের বিপর্যয় ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছিলেন। এদিকে জানা গেছে, ব্যাঙ্কক থেকে প্রায় একই সময়ে যাত্রা করা আরো এক ব্রিটিশ নারী বেলা কুলি (১৮) জর্জিয়ায় ১২ কেজি গাঁজা ও ২ কেজি হাশিশসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র : দ্য টেলিগ্রাফ

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চুক্তি না করলে আরও নির্মম হামলা হবে ইরানে : ট্রাম্প

brs@admin

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

News Desk

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জামায়াতের

News Desk

শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

News Desk

বাংলাদেশকে হারিয়ে সমতা ফেরাল আরব আমিরাত

brs@admin

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk
Translate »