রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বাংলাদেশেরও দুটি চিকেন নেক আছে, দুটিই বেশ ঝুঁকিপূর্ণ: আসামের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের দুটি ‘চিকেন নেক’ আছে উল্লেখ করে সেগুলোতে হামলার হুমকিমূলক বার্তা দিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের পর এবার এক্স-পোটে একই ধরণের হুমকি দিলেন তিনি।

রোববার (২৫ মে) এক্স-পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক আছে। দুটিই অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

হিমন্ত উল্লেখ করেন, ‘চিকেন নেক করিডোর’ নিয়ে ভারতকে হুমকি দিয়ে থাকেন, তাদের এই তথ্যগুলোও মনে রাখা উচিত।

তিনি লিখেছেন, দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত ৮০ কিলোমিটার উত্তর বাংলাদেশ করিডোর। এখানে যে কোনো বিঘ্ন সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে।

আসামের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোর। ভারতের চিকেন নেকের চেয়ে ছোট এই করিডোরটি বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী এবং রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগস্থল। আমি কেবল ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি যা কেউ কেউ ভুলে যেতে পারেন। ভারতের শিলিগুড়ি করিডোরের মতো, আমাদের প্রতিবেশী দেশটিও তাদের দুটি সরু করিডোর দিয়ে তৈরি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিমন্ত একই ধরণের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের একটি চিকেন নেক আছে। কিন্তু বাংলাদেশের দু’টি। যদি বাংলাদেশ আমাদের চিকেনস নেক আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটি চিকেন নেক আক্রমণ করব। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগকারী চিকেন’স নেক অতি সঙ্কীর্ণ। কার্যত ঢিল ছোড়া দূরে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin

এশিয়ায় ট্রাম্পের শুল্ক আরোপ : কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

News Desk

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin

দেশের ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

brs@admin

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin
Translate »