28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল।

শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। তবে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার হতে পারে।

আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটিই সবচেয়ে বড় মিছিল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়।

কেউ কেউ আবার ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ স্লোগান দেন। আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে- তারা চেয়েছিল নিউজ্যালেন্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন।

এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান। অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল ফিলিস্তিনিদের মিছিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

brs@admin

ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত

brs@admin

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

brs@admin

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

News Desk

কারওয়ান বাজার এলাকা থেকে ৩০ জন গ্রেফতার

News Desk

দেশের মানুষ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

brs@admin
Translate »